ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মোটরসাইকেল  দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু 

সিরাজগঞ্জে মোটরসাইকেল  দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু 

সিরাজগঞ্জে মোটরসাইকেল ও ইটভাঙ্গা মেশিনের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী ইমদাদুল হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ আরোহী। তাদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি সড়কের খামারগাতি নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল ওই উপজেলার নারায়নপুর গ্রাামের জয়নালের ছেলে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার রাতে স্থানীয় পিপুলবাড়িয়া বাজার থেকে মটোর সাইকেলযোগে ওই ৩ জন গ্রামের বাড়িতে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে ইটভাঙ্গা মেশিনের সাথে সংঘর্ষে তারা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ওই হাসপাতালে নেয়ার পথে ফল ব্যবসায়ী ইমদাদুল মারা যায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত